অনাবৃষ্টি আর দাবদাহে পুড়ছে লিচুর মুকুল, ঝরছে গুটি

রবিবার ২৮ এপ্রিল ২০২৪ ১৯:০৯


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে টানা অনাবৃষ্টি আর দাবদাহে পুড়ছে লিচুর মুকুল। গত ২ সপ্তাহের মৃদু ও মাঝারি তাপপ্রবাহে ঝরে পড়ছে লিচুর গুটি। এতে করে ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লিচু চাষিরা।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর দিনাজপুরে লিচু চাষে জমির পরিমাণ প্রায় ৫ হাজার ৪৮৯ হেক্টর। জেলায় লিচু বাগানের সংখ্যা ৪ হাজারের বেশি। 
চলতি বছরে দিনাজপুরে মৌসুমের শুরুতে চমৎকার ও উপযোগী আবহাওয়া থাকায় লিচু বাগানগুলোতে এবার ব্যাপক মুকুলের সমারোহ ঘটে। চৈত্র মাসের শেষদিকে গাছগুলোতে গুটি আসতে শুরু করে। কিন্তু বৈশাখের শুরু থেকে অব্যাহত দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে পড়ছে নতুন গুটি, শুকিয়ে যাচ্ছে গুটির বোটা। এতে করে প্রথম অবস্থায় গাছে গাছে মুকুলের সমারোহ দেখে বেশ আশান্বিত হলেও এখন লিচুর ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। 
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। আবহাওয়া বিবেচনায় কোনো অবস্থাতেই দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকা অবস্থায় গাছে পানি দেওয়া বা স্প্রে করা যাবে না। সন্ধ্যার পর তাপমাত্রা কমে গেলে গাছে স্প্র করে পানি ছিটাতে হবে, কীটনাশক দিতে হবে। সেই সঙ্গে গাছে কিছু অনুখাদ্য দিলে ভালো উপকার পাওয়া যাবে।
জেলার চিরিরবন্দর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা যায়, চাষিরা লিচু রক্ষায় বাগানে সেচ ও গাছের পরিচর্যা করছেন। কেউ কেউ লিচু রক্ষার জন্য গাছে কীটনাশক, বিভিন্ন অনুখাদ্য প্রয়োগ করছেন।
চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের লিচুচাষি লিমন বলেন, শুরুতে আবহাওয়া ভালো ছিল। কিন্তু বর্তমানে যে আবহাওয়া তাতে লিচুর অবস্থা গতবারের চেয়েও বেশি খারাপ হতে পারে।
চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, লিচুগাছে এবার প্রচুর মুকুল আসার পরও বৈরী আবহাওয়ার কারণে গুটি ঝরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ফলন অর্ধেকে নেমে যেতে পারে। তবে পরিস্তিতি মোকাবেলায় আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। তারা যদি পরামর্শ মেনে সঠিকভাবে সেচ দেয়, ওষুধ প্রয়োগ করে তাহলে এই লিচুকে আমরা হারভেস্ট পর্যন্ত নিয়ে যেতে পারব এবং পর্যাপ্ত ফলন পাব।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দিনাজপুরে মৃদু ও মাঝারি দাবদাহ বিরাজ করছে। খুব শীঘ্রই এ থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই।

এমএসি/আরএইচ

সর্বশেষ

উজিরপুরে পরিক্ষা-নিরিক্ষা ছাড়াই অপারেশন, অতঃপর  কিশোরীর মৃত্যু 

উজিরপুরে পরিক্ষা-নিরিক্ষা ছাড়াই অপারেশন, অতঃপর  কিশোরীর মৃত্যু 

এমপি সেঁজুতির সাথে সাতক্ষীরা পৌরসভার মতবিনিময় 

এমপি সেঁজুতির সাথে সাতক্ষীরা পৌরসভার মতবিনিময় 

লালমনিরহাটে করলায় লাভবান কৃষক, বাড়ছে আবাদ

লালমনিরহাটে করলায় লাভবান কৃষক, বাড়ছে আবাদ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না   

ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না   

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি আজিজুল 

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি আজিজুল 

চিরিরবন্দরে প্রথম নারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আশা আক্তার

চিরিরবন্দরে প্রথম নারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আশা আক্তার

মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা

মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

ডোমারে পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ অনুষ্ঠিত

ডোমারে পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ অনুষ্ঠিত