সোনাইমুড়ীতে আগুনে পুড়ে ছাই ৬টি বসতঘর 

শুক্রবার ৮ এপ্রিল ২০২২ ১৬:১০


:: মোঃইব্রাহিম, নোয়াখালী প্রতিনিধি ::
 
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৬টি বসতঘর। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের মুন্সী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঘর থেকে আগুন লাগতে দেখা যায়। চোখের পলকে দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা আসার আগেই পুড়ে যায় ৬টি বসতঘর।
 
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
 
একদিকে ঘরবাড়ি হারানোর আর্তনাদ অন্যদিকে নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করতে না পারার বেদনা পুড়ে খাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এমতাবস্থায় সরকারের সহযোগিতা চায় খোলা আকাশের নীচে থাকা ভুক্তভোগী পরিবারগুলো।
 

এমএসি/আরএইচ