শরণখোলায় মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ, নার্স শামীমাকে শোকজ

বুধবার ৬ এপ্রিল ২০২২ ২১:২০


:: মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ::

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর শরীরে মেয়াদউত্তীর্ণ স্যালাইন পুশের ঘটনায় নার্স শামিমাকে শোকজ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকালে আবু হানিফ হাওলাদার (৬০) নামের এক রোগীর শরীরে মেয়াদউত্তীর্ণ সরকারি স্যালাইন পুশ করার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স শামীমা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফলিবাড়ী গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদারের শরীরে হাসপাতাল থেকে সরবারহকৃত সরকারি স্যালাইন পুশ করেন। স্যালাইনের দুই তৃতীয়াংশ শেষ হবার সময় রোগীর বোন হাসিনা বেগম স্যালাইনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ ০২/২০২২ লেখা দেখতে পান। ওই সময় নার্সকে বিষয়টি জানালে দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়।

রোগীর ছেলে জাকারিয়া হাওলাদার জানান, শামীমা নামে এক নার্স প্রায় দুই মাস আগে মেয়াদ শেষ হওয়া স্যালাইন দেওয়ার পর থেকেই তার বাবার শরীরে জ্বালা যন্ত্রনা শুরু হয়েছে। এনিয়ে তারা চিন্তায় আছেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফয়সাল আহমেদ বলেন, হানিফ হাওলাদার নামে ওই রোগী শরীরে জ্বালা-যন্ত্রনা নিয়েই হাসপাতালে আসেন। উচ্চ রক্ত চাপও ছিল তার। এ অবস্থায় নার্স শামীমা স্যালাইনের মেয়াদ না দেখেই তার শরীরে পুশ করেছেন। এটা তার গাফিলতি। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন। তাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার পর্যব্ক্ষেনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস গণমাধ্যমকে জানান, মেয়াদ উর্ত্তীর্ণ স্যালাইন পুশের ঘটনায় অভিযুক্ত নার্স শামীমাকে শোকজ করা হয়েছে এবং তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

 

এমএসি/আরএইচ