র‍্যাব দেখেই স্ট্রোক করে আসামীর মৃত্যু

বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ ১০:২৬


মঙ্গলবার রাত ১০টা। চট্টগ্রাম নগরের পাঁচলাইশে হত্যা মামলার আসামি মো. নজরুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করতে যায় র‌্যাবের একটি টিম। কিন্তু গ্রেপ্তারের আগেই স্ট্রোক করে বসেন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রাণ হারান।
বুধবার (৯ মার্চ) বিকেলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বিষয়টি মিডিয়াকে জানান।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শেভরণের পাশে হত্যা মামলার আসামি শনাক্ত করে তার বাসায় যাই। তার নাম ঠিকানা ও পরিচয় আসামির নামের সাথে মিল আছে কিনা সে বিষয়ে কথা বলতে বলতেই পরিবারের সদস্যদের সামনে আসামি বুকে ব্যাথা অনুভব করে। পরে তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে সেখানে তিনি মারা যান। চিকিৎসাকালীন সময়ে আমাদের টিমও তার সঙ্গে ছিল। তার ইসিজি রির্পোট আমাদের সংরক্ষণে আছে।

 

এমএসি/আরএইচ