ঘূর্ণিঝড় হামুন : লক্ষ্মীপুরে প্রস্তত ২৮৫টি আশ্রয়কেন্দ্র

মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ ১৩:২৭


:: লক্ষ্মীপুর প্রতিনিধি ::

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় লক্ষ্মীপুরে ১৮৫টি স্থায়ী আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী ১০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মোট ২৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ তথ্য জানান।

জেলা প্রশাসক আরো বলেন- ৬৪টি মেডিকেল টিম রয়েছে। ৩২৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত। পর্যাপ্ত সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল টিম রয়েছে ৬৪টি। স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স সার্ভিস প্রস্তুত রয়েছে। নগদ টাকা প্রস্তুত রাখা আছে ৬ লক্ষ ২০ হাজার টাকা। ত্রাণ কার্য (চাল) রাখা আছে ৪৫০ মেট্রিক টন।

লক্ষ্মীপুর সদরে ৮৮টি স্থায়ী আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী ১৫টি। ধারণ ক্ষমতা রয়েছে ৪২ হাজার ৬'শ জন। রায়পুর স্থায়ী ২২টি,অস্থায়ী ১৫টি। ধারণ ক্ষমতা ২৯ হাজার ৯'শ জন। রামগঞ্জে স্থায়ী ১৪টি, অস্থায়ী ১০টি। ধারণ ক্ষমতা ৮ হাজার ২'শ জন। রামগতি স্থায়ী ৩১টি, অস্থায়ী ৪৫টি। ধারণ ক্ষমতা ২২ হাজার ৯'শ ৫০জন। কমলনগর স্থায়ী ৩০টি, অস্থায়ী ২৫। ধারণ ক্ষমতা ১৮ হাজার ৫'শ জন। সর্বমোট ১৮৫ স্থায়ী ও অস্থায়ী ১০০টি আশ্রয়কেন্দ্র। ধারণ ক্ষমতা ১ লক্ষ ৫ হাজার ২'শ ৫০।

দুর্যোগ ব্যবস্থাপনা সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রেজা উ রাফি সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সিভিল সার্জন আহমেদ কবির ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানসহ প্রমুখ।

এমএসি/আরএইচ