মাগুরায় ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রবিবার ৬ আগস্ট ২০২৩ ১৫:৫৩


 
:: শামিম মৃধা, মাগুরা প্রতিনিধি ::
"ডেঙ্গি প্রতিরোধে আমরা টিটিসি" "সাথে চাই সচেতন প্রতিবেশী" প্রতিপাদ্যকে সমনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ রবিবার মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 
এদিন বেলা ১০:৩০ মিনিটে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের মূল সড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি ও সচেতনতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাক্ষ মোঃ শহীদুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাকটর মোঃ মামুন হোসেন, মোঃ রুবেল হাসান, শাহিন আলম সহ বিভিন্ন ট্রেডের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন। 
এসময় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বাজার ও সড়কে মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক নির্দেশনা প্রদান করেন। সেইসাথে ক্লাসরুম ও ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এমএসি/আরএইচ