সরকার যে দুর্ভিক্ষের কথা বলছে, সেটা তৈরি করা দুর্ভিক্ষ: রিজভী

বুধবার ২৬ অক্টোবর ২০২২ ২০:৫৬


:: ঝিনাইদহ প্রতিনিধি ::
‘সরকার যে দুর্ভিক্ষের কথা বলেছে সেটা তাদের তৈরি করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের আঘাতে আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজ খবর নিতে ঝিনাইদহে আসেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘বর্তমান সরকার ফের ক্ষমতায় এলে যে দুর্ভিক্ষ হবে সেটা শেখ হাসিনার কথাই প্রকাশ পেয়েছে। যখন স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, গুলি চালায় তখন আন্দোলনের চূড়ান্ত পর্যায় প্রকাশ পায়। আর তা হয়েছে খুলনার সমাবেশের মধ্য দিয়ে। নেতাকর্মীদের বাধা দেওয়া সত্ত্বেও সমাবেশে জনস্রোত দেখা দেয়।’
খুলনায় বিএনপির সফল ও বিশাল জনসভা দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে জানিয়ে রিজভী বলেন, ‘তারা গাড়ি আটকে দিয়েছিল খুলনার ১০ জেলায়। তারা লঞ্চ বন্ধ করেছিল যাতে বিএনপি নেতাকর্মীরা এক না হতে পারে কিন্তু সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রমাণ করেছে এখন তত্বাবধায়ক সরকার দরকার।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুর জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর থানা বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এমএসি/আরএইচ