রাউজানে জলাবদ্ধতায় ৩টি মাটির ঘর ধসে পড়েছে

সোমবার ২০ জুন ২০২২ ১৬:৫০


রাউজান প্রতিনিধি ::
টানা চার দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের শ্রোতে রাউজানের কয়েকটি খালের পাড় ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।

রোববার রাতে পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ পাড়ার গৌঙ্কিম দাশের বাড়িতে ৩টি কাঁচা মাটির গুদাম ধসে পড়েছে।এতে আহত হয়েছেন আশা দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও বৃত্তি দাশ নামে ৪০ বছর বয়সী দুই নারী।

পাহাড়লী ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসেও পানি ঢুকে পড়েছে।সরেজমিনে দেখা গেছে,ডাবুয়া ও কাঁসখালী খালের পাড় ভেঙে চিকদাইর পাঠান পাড়,দক্ষিণ সর্তা,বেরুলিয়া, দাইয়্যার ঘাটা,সরতের দোকান,জালানী হাট, কুণ্ডেশ্বরী,পশ্চিম সুলতানপুর, ছিটিয়া পাড়া,শরীফ পাড়া,ঢেউয়া পাড়া,হাজী পাড়া,ডাবুয়া দক্ষিণ হিংলা,কলমপতি,রাউজান ইউনিয়নের কেউটিয়া খলিলাবাদ,মঙ্গলখালী, খানখানাবাদসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে রয়েছে।

উপজেলার জনগুরুত্বপূর্ন হাফেজ বজলুর রহমান সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, সাহেব বাড়ী সড়ক,বিনাজুরী লেলাঙ্গারা সড়কসহ কয়েকটি সড়কের উপর দিয়ে পানি গড়াচ্ছে।এড়াছাও পানি নিচে ডুবে রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান,মানুষের বাড়িঘর,হাট-বাজার,কৃষকের ফসলী জমি, খামারিদের পল্টি ফার্ম,মৎস্য চাষীদের পুকুর।

কোথাও গলা পর্যন্ত পানি আবার কোথাও হাঁটু পর্যন্ত পানি।অনেককে জলমগ্ন পানিতে হাত জাল ও ভাসা জাল দিয়ে মাছ ধরতেও দেখা গেছে।বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীরা।

অন্যদিকে সড়ক উপর হাঁটু পর্যন্ত পানি হওয়ায় সিএনজি অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।একদিকে আরও দুই তিনদিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন,‘বসতঘর ধসের খবর পেয়েছি।স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।তবে আর কোথাও বড় ধরনের ঘটনা ঘটেনি।যে কোনো দুর্যোগ মোকাবেলায় করতেই প্রস্তুত আছি বলে জানান তিনি।

এমএসি/আরএইচ