হরিণাকুন্ডুতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে সাপে কেটে মৃত‍্যু

রবিবার ১২ জুন ২০২২ ২২:১৭


:: মোঃ বনি হরিনাকুন্ডু, ঝিনাইদহ প্রতিনিধি ::
 
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা সাস্থ্য  কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনোম মজুদ থাকা স্বত্বেও শুধুমাত্র সচেতনতার অভাবের কারনে  এই মৃত‍্যু এমন মৃত্যু হয়েছে! ঘটনাস্থল থেকে সাস্থ্য কমপ্লেক্সে অনায়াসে আধা ঘন্টায়  পৌছানো যেতো ! 
 
শনিবার রাত আনুমানিক ২ টার সময় হরিরাকুণ্ডুর  কাচারীতোলা গ্রামে ইউনুচ আলীর কন‍্যা ১২ বছর বয়সী লিলি তার নানা বাড়ী নারায়নপুরে ছিলো  বিছানা থেকে এমন সময় সাপে কেটে মৃত্যু।  পরিজনরা তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে মুল‍্যবান সময় নষ্ট করে ফেলে রোগীর অবস্থা বেগতিক দেখে সদর হাসপাতালে নিলে সেখান থেকেও রোগীর অবস্থা খারাপ দেখে কুষ্টিয়া মেডিকেলে পেরন করে দেন কর্তব্য চিকিৎসক, কিন্তু ততক্ষনে সব শেষ ! স্বজনেরা ধারনা করছে  কালাচ কালারের। । 
 
কাউকে সাপে কাটলে  প্রথম ঘন্টায় হাসপাতালে পৌছান। নিরক্ষর ওঝা দিয়ে ঝাড়ফুক না করার অনুরোধ রইলো । নিযে সচেতন হোন অন্যকে সচেতন করুন

এমএসি/আরএইচ