সীতাকুণ্ডে দগ্ধ তিন জনকে নেয়া হল ঢাকায়

মঙ্গলবার ৭ জুন ২০২২ ১২:২৪


চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় দগ্ধ ১৯ জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। 

সোমবার (৬ জুন) রাতে ওই তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিন ব্যক্তি হলেন- এনামুল (২৫), বদরুজ্জামান রুবেল (১৮) ও মো. সুমন (৩৪)।

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ প্রায় সাড়ে ৪০০ মানুষ। 

এমএসি/আরএইচ