বৃষ্টির জন্য রাউজানে ইসতেস্কার নামাজ আদায়

শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ১২:২৫


রাউজান প্রতিনিধি
দেশজুড়ে বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে একেরপর এক হচ্ছে সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আর এই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে রহমতের বৃষ্টির জন্য রাউজানে ইসতেস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ২৬ শে এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী(রহঃ) জামে মসজিদ সংলগ্ন খোলা ময়দানে এই নামাজ আদায় করেন মুসল্লিরা।এসময় মসজিদের খতিব দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী নামাজের ইমামতি করেন এবং অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনায়  সকল মুসল্লিকে নিয়ে মোনাজাত করেন। এসময় মিলাদ কিয়াম পরিবেশন করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল আবছার।এতে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্জ আবুল বশর চৌধুরী সহ কয়েকশ মুসল্লি নামাজ আদায় করেন এবং বৃষ্টির জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করেন।

এমএসি/আরএইচ