মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন খান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী,
সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মহাসিন মৃধা, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা প্রমুখ।
শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির প্রণেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।