সবার মাঝে ঐক্য গড়ি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতি পাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা নামের একটি সামাজিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওইদিন দুপুর ১২টার দিকে উপজেলার বংশীকুন্ডা কলেজ চত্বর থেকে এ উপলক্ষে এক র্যালি বের হয়ে র্যালিটি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জল জনপদ নারী ও শিশু উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর সভাপতি সাজেদা আহমেদ।
সংগঠনটির সদস্য সচিব নিউটন সরকারের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা,সংগঠনটির সদস্য ফাতেমা আক্তার, ইউপি সদস্য মমতা বেগম, আদিবাসী নেত্রী সীমা রাণী হাজং,পাঠশালা গার্লস একাডেমীর সহকারী শিক্ষক মদিনা আক্তার প্রমুখ।