আজ ৩ ডিসেম্বর বরগুনা হানাদার মুক্ত দিবস। রাজনৈতিক সংগঠন, কিংবা মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা হানাদার মুক্ত দিবস পালন না করলেও শিশু সংগঠন সাগরপাড়ি খেলাঘর বরগুনা হানাদার মুক্ত দিবস পালন করে আসছে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে।
আজ সকাল সাড়ে ৭ টায় সাগরপাড়ি খেলাঘর কার্যালয় থেকে আনন্দ রেলী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। রেলী শেষে শহীদ স্মৃতি গনকবরে খেলাঘর,মহিলা পরিষদ,বরগুনা প্রেসক্লাব, কমিউনিষ্ট পার্টি,বিডিক্লিন,শেখ রাসেল শিশু কিশোর কেন্দ্র,নাসিং ইনিষ্টিটিড সহ সামাজিক সংগঠন।