পাবনায় ৪ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট শিমুল হোসেন বাপ্পি নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহঃপ্রতিবার(২২শে সেপ্টেম্বর)রাত ২ টার দিকে সদর উপজেলার রাজাপুরে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
সে সময় জেলার শীর্ষ মাদক সম্রাট শিমুল হোসেন বাপ্পিকে ৪ হাজার ৫ শত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে আটক করা হয়।
শিমুল হোসেন বাপ্পি(৩০) সদর থানা এলাকার কবিরপুর গ্রামের মোঃ ইমদাদুল হকের ছেলে।
পাবনা ডিবির ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান মাননীয় পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহাদয়ের নির্দেশনায় জেলা সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষে ২২ শে সেপ্টেম্বর রাত ২ টার দিকে সদর থানা এলাকার দোগাছী ইউপির ৬নং ওয়ার্ডের রাজাপুর পল্লীবাজার মানিক মিয়ার বয়ত বাড়ির সামনে অভিযান পরিচালনা করা।উক্ত অভিযানে শিমুল হোসেন সম্রাটকে আটক করা হয়।সে সময় তার কাছে থেকে ৪ হাজার ৫ শত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।