পাবনার আমিনপুরে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল খোয়া
শনিবার ৩ ডিসেম্বর ২০২২ ২৩:৩৫

:: মীর্জা অপু, পাবনা প্রতিনিধি ::
পাবনার আমিনপুর বাজার এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় বাড়ি থাকা সোনা, রুপা, মুল্যবান বিভিন্ন জিনিস চুরি হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল খোয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মমতাজ বেগম।
শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান বাড়ির মালিক।ঘটনা স্থান পরিদর্শন করে দেখা যায় বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর এর মধ্যে সোনা, রুপা, ক্যামেরাসহ দামি পোষাক ও মুল্যবান জিনিস চুরি হয়েছে বলে জানান মমতাজ বেগম।
বাড়ির মালিক মমতাজ বেগম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার পর তিনি বাড়ি তালা দিয়ে তার বাবার বাড়ি মির্জাপুর বেড়াতে যান।পরদিন শনিবার সকাল ১১ টার দিকে বাড়িতে ফিরে দেখেন তার বাড়ির সব তালা ভাঙা এবং বাড়ির আলমারি, ওয়ারড্রপসহ সব কিছু ভাঙাচুরা। বাড়ির মালিক মমতাজ বেগম এ চুরির ঘটনায় আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করেছেন তার খোয়া যাওয়া মালামাল যেন দ্রুত উদ্ধার করে দেয়।
চুরির বিষয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, আমিনপুরসহ আশেপাশের গ্রাম গুলোতে প্রতিনিয়ত এমন ভয়াবহ চুরির ঘটনা ঘটছে। পুলিশ তাদের আটক করলেও আইনের ফাকফোকরে তারা আবার জামিন নিয়ে চলে আসে। স্থানীয়রা আরও জানান, এ এলাকায় চোরের উৎপাত নিত্যদিনের ঘটনা। চোরসহ চোরের মদদদাতাদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।
এ বিষয়ে এ এসপি (সার্কেল) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে এ বিষয়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই তদন্তের মাধ্যমে ব্যাবস্থা নেয়া হবে।
এমএসি/আরএইচ