কলেজ সভাপতির পদ থেকে ইউএনও কে অপসারণে শিক্ষকদের ক্ষোভ

শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ ১০:২১


মিশু সিকদার,বাউফল প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সভাপতি পদ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে অপসারণ করা হয়েছে। সভাপতি পদে নিয়োগ দেয়া হয়েছে স্থানীয় এমপি আ.স.ম ফিরোজের এপিএস আনিছুর রহমানকে। বৃহস্পতিবার  (১৫  সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে  এ সংক্রান্ত একটি মেইল কলেজে প্রেরণ করা হয়। এ ঘটনাটি জানাজানি হয়ে গেলে ওই কলেজের অভিভাবক সহ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  আগামী ১১ নভেম্বর পর্যন্ত বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ রয়েছে। সেখানে মেয়াদ শেষ হওয়ার আগে ইউএনওকে সরিয়ে এমপির এপিএসকে সভাপতি নিয়োগ দেয়ায় সভাপতি নিয়োগটি প্রশ্নবিদ্ধ  হয়েছে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবক মহলের একটি বৃহৎ অংশ।

এমএসি/আরএইচ