ঈদে গান শোনানোর জন্য প্রস্তুত মাহফুজুর রহমান
সোমবার ৪ জুলাই ২০২২ ১১:১৩

বিনোদন ডেস্ক
বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবারের ঈদেও গান গাইবেন। গান গাওয়ার জন্য প্রতি ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন তিনি। নিজ চ্যানেলেই ঈদ উপলক্ষে তার গাওয়া গানের অনুষ্ঠান প্রচারিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

এবারের কোরবানি ঈদেও গান শোনাতে প্রস্তুত ড. মাহফুজুর রহমান। ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান।
জানা গেছে, সম্প্রতি গানের শুটিং শেষ করেছেন মাহফুজুর রহমান। দেশের বাইরে থাকায় তার এবারের গান নিয়ে নতুন সংগীতানুষ্ঠানের বিষয়ে আপডেট দিতে পারেননি। এরই মধ্যে তিনি সব কটি গানের ভিডিও আবার দেখে এর নাম চূড়ান্ত করবেন। ড. মাহফুজুর রহমানের এবারের একক সংগীতানুষ্ঠানেও তার গাওয়া প্রায় ১০টি মৌলিক গান থাকছে।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান।
এমএসি/আরএইচ