আমিনপুরে হাট পেরিফেরির জায়গা দখল,বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে সরকার 

শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫১


পাবনা প্রতিনিধি 
পাবনার বেড়া উপজেলার আমিনপুর  হাট পেরিফেরির জায়গায় কাচা পাকা দোকানপাট করে জায়গা দখল চরম বিপাকে ক্রেতা বিক্রেতারা।
শতবছর পুরনো আমিনপুর এই হাট পেরিফেরির জায়গা দখলে হাটের যেমন পরিধি কমে এসেছে অপর  দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব কর।
সরজমিনে দেখা যায়,শনি ও বুধবার সপ্তাহে দুইদিন এ হাট বসে থাকে এবং প্রতিদিন সকালে সব ধরনের পন্য নিয়ে বাজার বসে।
অথচ এ হাটে বিক্রেতারা প্রতিনিয়ত  জায়গা সংকটে ভুগছে যার মূল কারন হাট পেরিফেরির জায়গায় অপরিকল্পিত ভাবে উঠানো অবৈধ কাচাপাকা দোকানপাট।
হাটে সবজি বিক্রয় করতে আসা কামাল মোল্লা বলেন,এ হাটে কিছু বিক্রি করতে আসলে ঠিকমত জায়গা পাওয়া যায় না।আবার হাটের ভেতর কোন দোকানের সামনে বসলে তারা গালাগালি করে সেখান থেকে সরিয়ে দেয়।কিন্তূ আমার বাপ দাদার আমল থেকে এ হাটে বেচাকেনা করি কোন দিনও হাটের হাসিল না দিয়ে যাই নাই।
অথচ এই হাট পেরিফেরির জায়গায় অপরিকল্পিত ভাবে তোলা দখলকৃত পুরাতন ঘর গুলো উচ্ছেদ করে পরিকল্পিত ভাবে হাটের চর্তুদিকে এবং আমিনপুর নাজিরগঞ্জ সড়কের দুপাশে দোকান ঘর উত্তলন করে সরকারি ভাবে লিজ দিলে সেখান থেকে বিপুল পরিমান অর্থ আয় করা সম্ভব।
অন্যদিকে হাট ফেরির মাঝখানের জায়গায় সুন্দর ভাবে হাটের দিন ক্রেতা বিক্রেতারা বেচাকেনার করতে পারবে।তার ফলে সরকার এ হাট পেরিফেরির জায়গা থেকে দুই ভাবে রাজস্ব আয় করতে পারবে। একদিকে হাটের ইজারা থেকে যে টাকা রাজস্ব আয় হয় তখন এ মার্কেট নির্মানের ফলে এখান থেকে তার তিনগুন বেশি রাজস্ব আয় করা সম্ভব হবে।
হাটের ফুটপাতের ব্যাবসায়ীরা বলেন,সরকার যদি আমাদের ব্যাবসা করার জন্য ঘর করে দেয় আমরা সেখানে সন্মানের সাথে দোকান ভাড়া দিয়ে ব্যাবসা করে পরিবার পরিজন নিয়ে ভালো ভাবে জীবনযাপন করতে পারবো।তখন আর আমাদের ফুটপাতে বসতে হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তির সাথে এ বিষয়ে কথা হলে তারা জানান,দীর্ঘদিন ধরে আমিনপুর এ হাট পেরিফেরির জায়গা দখল করে কাচাপাকা দোকানপাট নির্মান করে এককালীন টাকা নিয়ে উচ্চ মুল্যে ভাড়া দিয়ে সরকারকে ফাকি দিচ্ছে।এতে সরকার বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।তাই এ হাটকে দখলমুক্ত করে পরিকল্পিত ভাবে সরকারি ভাবে মার্কেট নির্মান করে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করতে দেয়ার দাবী জানান তারা।
এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী জানান,বেড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমিনপুর হাট পেরিফেরির জায়গা দখল মুক্ত করা লক্ষে ইতিমধ্যে দখলদারদের কাছে নোটিশ প্রদান করা হয়েছে।এ সময়ের মধ্যে তারা নিজ দায়িত্বে তাদের স্থাপনা গুলো সরিয়ে না নিলে আইন অনুযায়ী যে ব্যাবস্থা নেয়ার প্রয়োজন সেখানে নেয়া হবে।

এমএসি/আরএইচ