হাতিয়াতে কাঠফাটা রোদে করোনা টিকা নিতে উপচে পড়া ভিড়

মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ ১৩:১৯


:: নোয়াখালী প্রতিনিধি ::


নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে করোনার টিকা নিতে আগ্রহী মানুষদের ভিড় জমেছে  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। ফলে হিমশিম খেতে হচ্ছে টিকা প্রদানের কার্যক্রমে জড়িতদের।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত করোনার টিকা বুথে দেখা যায় এমন চিত্র।

টিকা নিতে আসা জাকের হোসেন জানান, সকাল ৯ টা থেকে কাঠফাটা রোদে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাজার হাজার মানুষকে তিনজন ডাক্তার টিকা প্রদান করায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে মানুষ।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাজিম উদ্দিন জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত করোনার টিকা বুথে দুটি লাইনে টিকা দেওয়া হচ্ছে। এক লাইনে করোনার প্রথম ডোজের টিকা আরেক লাইনে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে।

টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা খুব বেশি। এতে আমরা হিমশিম খাচ্ছি। অবশ্য মানুষের মনে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।  

এমএসি/আরএইচ