সেনবাগে বিনামূল্যে মোবাইল থেরাপিভ্যান ক্যাম্পেইন অনুষ্ঠিত

বুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৮


:: মোঃ ইব্রাহিম, নোয়াখালী প্রতিনিধি ::
 
নোয়াখালীর সেনবাগ পৌরশহরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মোবাইল থেরাপিভ্যান ক্যাম্পেইন এর  উদ্ভোধন করেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। 
 
গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেনবাগ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইন এ দেড়শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র নোয়াখালীর আয়োজনে স্হানীয় স্বেচ্ছাসেবী সংস্হা জনকল্যাণ এর সহযোগীতায় ক্যাম্পেইন টি বাস্তবায়ন করেন সেনবাগ পৌরসভা।
 
প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র নোয়াখালীর ডা: রেজাউল করিমের নেতৃত্বে ফিজিওথেরাপিস্ট সহ কারীগরি একটি চিকিৎসক দল বাত, জ্বর, প্যারালাইসিস, স্ট্রোক রোগীদের সেবা প্রদান করেন।
 
এ সময় উপস্হিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, জনকল্যাণ সংস্হার নির্বাহী পরিচালক এম এ আউয়াল, সেনবাগ পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বাবুল, কাউন্সিলর বদরুল হোসেন, কাউন্সিলর কামাল উদ্দিন, সহ জনকল্যাণ সংস্হার স্বেচ্ছাসেবক বৃন্দ।
 

এমএসি/আরএইচ