সুন্দরগঞ্জে তথ্য আপার উঠান বৈটক অনুষ্ঠিত

বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১২


জুয়েল রানা, সুুন্দরগঞ্জ:

গাইবান্ধা সুন্দরগঞ্জে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করে। মঙ্গলবার বিকালে উপজেলার রামজীবন ইউনিয়নের নিচপাড়া গ্রামে উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ শিল্পী খাতুনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নিবার্হী অফিসার ,মোহাম্মদ আল মারুফ,আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ ফজলুল করিম, রামজীবন ইউনিয়ন চেয়ারম্যান, ছামসুল হুদা সরকার, সহকারি তথ্য আপা হোসনে আরা , সাংবাদিক ,শাহ মোঃ রেদাওয়ানুর রহমান প্রমখ, এসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলাল তথ্য কেন্দ্র সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা।

তথ্য আপাথর কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।

অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।

এক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন-নারী শিক্ষার হার বাড়ানো, তাদেরকে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ করা, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে তাই মাঠ পর্যায় নারীদের নিয়ে কাজ করে যাচ্ছেন তথ্য আপা। 

এমএসি/আরএইচ