সিরাজদিখানে ইউপি নির্বাচনে ৬৬২ জন মনোনয়ন পত্র দাখিল

শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১৭:৫৪


:: মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি  ::

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর দশম স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার ২৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, সকাল থেকেই উপজেলা পরিষদ এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে । উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৬৬২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে ৭৪ জন, সাধারণ সদস্য পদে রয়েছেন ৪৫৮ জন এবং সংরক্ষিত মহিলা পদে রয়েছেন ১৩০ জন প্রার্থী। আগামী ২৯ নভেম্বর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাচাই করা হবে। প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ১নং চিত্রকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন-  আওয়ামী লীগ মনোনীত শামছুল হুদা বাবুল, স্বতন্ত্র ২জন প্রার্থী । ইউপি সদস্য ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭জন।

২নং শেখরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত  দেব্রত সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন ও স্বতন্ত্র ৭জন, ইউপি সদস্য ৩২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১জন।

৩নং রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মো: মজিবর রহমান, জাতীয় পার্টি ১জন,স্বতন্ত্র ২জন, ইউপি সদস্য ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯জন।

৪নং কেয়াইন ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত  মো: আশ্রাফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, জাতীয় পার্টি ১জন,স্বতন্ত্র ৪ জন, ইউপি সদস্য ৪০জন,সংরক্ষিত মহিলা সদস্য ১৩জন।

৫নং বাসাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম যুবরাজ ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ২ জন, ইউপি সদস্য ৩৩জন,সংরক্ষিত মহিলা সদস্য ৭জন।

৬নং লতব্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত এস,এম সোহরাব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ৪ জন, ইউপি সদস্য ৩৩জন,সংরক্ষিত মহিলা সদস্য ১৩জন।

৭নং বালুচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত এ এস এম শাহাদত হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ৬ জন, ইউপি সদস্য ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮জন।

৮নং রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ৪ জন, ইউপি সদস্য ২৮জন,সংরক্ষিত মহিলা সদস্য ৯জন।  

৯নং ইছাপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ৩ জন, ইউপি সদস্য ৪০জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮জন।

১০নং বয়রাগাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো.শহিদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ২ জন, ইউপি সদস্য ৩১জন,সংরক্ষিত মহিলা সদস্য ১০জন।

১১নং মালখানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত সানজিদা আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ৪ জন, ইউপি সদস্য ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৮জন।

১২নং মধ্যপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো: করিম শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ১ জন, ইউপি সদস্য ২৭ জন,সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন।

১৩ নং জৈনসার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের বেপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ২ জন, ইউপি সদস্য ৩২ জন,সংরক্ষিত মহিলা সদস্য৯ জন।

১৪নং কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মীর লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, স্বতন্ত্র ৩ জন, ইউপি সদস্য ২৮জন,সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার মনোনয়ন জমা নিয়েছি শেষ দিন ছিল। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চেয়ারম্যন ৭৪ জন,ইউপি সদস্য ৪৫৮জন,সংরক্ষিত মহিলা সদস্য ১৩০ জমা নিয়েছি।

 

এমএসি/আরএইচ