সিরাজদিখানে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ শুরু

বুধবার ২৭ অক্টোবর ২০২১ ২১:৫১


:: মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ শুরু করেছে উপজেলা আ’লীগ । এতে উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়া শুরু হয়েছে। 

গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দেখা যায়, আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়া হয়।

জানা যায়, আ’লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করতে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী গত ২০ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জরুরি সভায় উপজেলা আ’লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ১৪টি ইউনিয়নের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্যে আহ্বান জানান।

উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুরুজ জানান, উপজেলা আ’লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুবকর সিদ্দিক ভাইয়ের নির্দেশক্রমে গত বৃহস্পতিবার ২১ অক্টোবর থেকে উপজেলার ১৪ টি ইউনিয়নের আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা নেয়া শুরু করেছি। বুধবার ২৭ অক্টোবর বিকাল পযন্ত ৫৯ জন মনোনয়ন প্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছে।

উপজেলা আ’লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ জানান, জেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হচ্ছে।

আগামী শুক্রবার পযর্ন্ত আমার জীবনবৃত্তান জমা নেব। জেলা আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাংগঠনিক ভাবে পদক্ষেপ গ্রহন করবো।

 

এমএসি/আরএইচ