সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি 

রবিবার ১২ জুন ২০২২ ১০:১১


পর্যবেক্ষণ প্রতিবেদক ::
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে ভাঙন অতঙ্কের পাশাপাশি ফসল নষ্ট হওয়ার চিন্তা কৃষকদের।

গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার (১১ জুন) সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। কাচা পাট, তিল, কাউন, ধান এবং শাক সবজির বাগান প্লাবিত হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামি তিন থেকে চারদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এমএসি/আরএইচ