সিরাজগঞ্জে বকেয়া বেতন ভাতা দাবিতে মানববন্ধন

মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ১৪:৫৩


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকের চাকরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও বকেয়া বেতন ভাতাদির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী ) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত সারসংক্ষেপে আলোকে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যাসমেন্ট প্রজেক্ট (STEP) শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন সরকারি ৪৯ টি পলিটেকনিক/মনোটেকনিকের ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন ভাতাদির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন উক্ত ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিটিএফ,সিপিই শাখার সভাপতি ও ইন্সট্রাক্টর মোঃ সানাউল্লাহ হক, বিটিএফ,সিপিই শাখার সাধারণ সম্পাদক ও জুনিয়র ইন্সট্রাক্টর মো. রানা মৃধা, বাকাশিঅকস সিপিই সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জুনিয়র ইন্সট্রাক্টর তানভীর আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর শিরিন আক্তার প্রমুখ।

এমএসি/আরএইচ