সারাদেশে যাচ্ছে সাতক্ষীরার হিমসগার আম 

সোমবার ৬ জুন ২০২২ ১৩:৫০


এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার বাজারে পরিপক্ক হয়ে উঠছে এখন পাকা আম। বাজার থেকে এসব আম চলে যাচ্ছে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে। বুকিং দিতে ভিড় লেগেছে কুরিয়ার সার্ভিসগু্েলাতে। প্রতিদিন সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার থেকে ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে যাচ্ছে ২১ টন হিমসাগরসহ বিভিন্ন প্রজাতির আম। অনলাইন মাধ্যমেও মৌসুমী ফল ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। 

ক্রেতা-বিক্রেতারা বলছেন, ফলন কম হওয়ায় এ বছর আমের দাম বেশী। আম চাষীরা জানিয়েছেন, দাম বেশী হলেও ফলন কম হওয়ায় ক্ষতির সম্মূখীন তারা। চাষীরা আমের দাম 
বাজারে ১৮শ'-২২শ' টাকা পেলেও আড়ৎদার ব্যবসায়ীরা শ্রেণিভেদে এই আম বিক্রি করছে ২৪শ'- ৩ হাজার টাকায়।

সাতক্ষীরা সদরের এল্লারচর গ্রামের কৃষক শহিদুল ইসলাম দেড় বিঘা জমিতে আম বাগান করেছেন। এখন পরিপক্ক হিমসাগর আম ভেঙে বাজারে বিক্রি করছেন প্রতিদিন। তিনি জানান, 
বাগানে হিমসাগর, ল্যাংড়া, কাটামিঠে ও গোবিন্দাভোগ জাতের আম রয়েছে। এখন হিমসাগর আম ভেঙে বিক্রি করছি। দাম পাচ্ছি ১৭শ'-১৮শ' টাকা। ফলন কম হওয়ায় এবার ক্ষতির সম্মূখীন হয়েছি।

মৌসুমী আড়তদার ব্যবসায়ী মেসার্স ফাহিম সবজি ভান্ডারের সত্বাাধিকারী ওমর ফারুক জানান, সাতক্ষীরার আমের আলাদা সুনাম রয়েছে। বিদেশেও রপ্তানি হচ্ছে। বর্তমানে অনলাইন মাধ্যমেও 
আমি আম পাঠাচ্ছি। হিমসাগর আম বিক্রি হচ্ছে ২২শ'-২৪শ' টাকা। ল্যাংড়া ২ হাজার-২২শ' টাকা। ভালো ক্রেতাও পাওয়া যাচ্ছে। তবে হিমসগার আমের চাহিদা বেশী।

সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আমের আকার ও শ্রেণিভেদে হিমসগার বড় সাইজের পাকা আম ২৪শ'-৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সাতক্ষীরার হিমসগার আম ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে দেশ বিদেশে। 

সাতক্ষীরা জেলা সদরে ছয়টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম যাচ্ছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসে প্রতি কেজি আম ঢাকাতে পাঠাতে নেওয়া হচ্ছে ১০ টাকা, ঢাকার বাইরে ১৫ টাকা, এস.এ পরিবহনে ঢাকায় পাঠাতে প্রতি কেজি ১৭ টাকা, 
ঢাকার বাইরে ২২ টাকা, এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠাতে প্রতিকেজি ১২ টাকা, ঢাকার বাইরে ১৫ টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠাতে প্রতিকেজি ১২ টাকা, ঢাকার বাইরে ১৬ টাকা ও জননী কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠাতে ১০ টাকা, ঢাকার বাইরে নেওয়া হচ্ছে ১৫ টাকা, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে ঢাকাসহ সারাদেশে ১৫ টাকা প্রতিকেজি। 

এসব কুরিয়ার সার্ভিসের সাতক্ষীরা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইউএসবাংলা কুরিয়ার সার্ভিসে আম বুকিং হচ্ছে দৈনিক চার হাজার কেজি, এস.এ পরিবহনে ১৫শ কেজি, এজেআর কুরিয়ার সার্ভিসে ৭শ'-৮শ' কেজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ১১ হাজার 
কেজি, জননী কুরিয়ার সার্ভিসে চার হাজার ৪শ' কেজি, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে ৪শ' কেজি। সব মিলিয়ে দৈনিক সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আম যাচ্ছে ১৮ হাজার ১শ' কেজি, অর্থাৎ ১৮.১ টন। 

অন্যদিকে, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু জানান, বড় বাজার থেকে ট্রাকের করে দৈনিক তিন টন আম যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। দেশের বিভিন্ন জেলার আম বাজারে আসায় বর্তমানে সাতক্ষীরার আমের চাহিদা একটু কমে গেছে। 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক নুরুল ইসলাম বলেন, গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়াসহ দেশীয় প্রজাতির আমগুলো এখন পরিপক্ক হয়ে বাজারে উঠছে। ব্যবসায়ীরা যেন আমে কোন ধরণের ফরমালিন ব্যবহার না করে সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া জনিত কারণে এ বছর গাছে আমের ফলন অর্ধেকেরও কম সেকারণে 
দামটাও গত বছরের তুলনায় একটু বেশী।

এমএসি/আরএইচ