সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

বুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৬


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশু হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা প্রকৌশলী ইমরান হোসেন, সাবেক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ প্রমূখ।

আলোচনা সভা শেষে তিন ক্যাটাগোরীতে ৯জন ও বিশেষ ক্যাটাগোরীতে ১জনকে পুরুস্কৃত করা হয়।

এমএসি/আরএইচ