সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ আটক ১

বুধবার ১৬ মার্চ ২০২২ ১৭:১৪


এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে কলারোয়া সিমান্ত থেকে ভারতে পাচার কালে স্বর্ণের বারসহ মো. শাহারুল ইসলাম (২৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় বিজিবি তার কাছ থেকে বিশেষ কায়দায় লোকানো ২৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৯৪হাজার ২শ'৪৯ টাকা।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সিমান্তবর্তী রাজপুর পোড়া মাঠ এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করে। আটককৃত শাহারুল উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের মো. আতিয়ার সরদার ছেলে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি স্বাক্ষরীত এক প্রেস নোটে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এলাকা থেকে ভারতে পাচার কালে ২টি স্বর্নের বারসহ শাহারুলকে আটক করা হয়। যার ওজন ২৪৯ গ্রাম। মূল্য ১৪ লক্ষ ৯৪হাজার ২শ'৪৯ টাকা। 

আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসি/আরএইচ