সাতক্ষীরায় সুন্দরবন দিবস পালিত

সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৮


:: এস এম হাবিবুল হাসান ::

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করে পরিবেশ ক্লাব বাংলাদেশ সাতক্ষীরা। 

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে 'সুন্দরবন বাঁচলে, বাংলাদেশ বাঁচবে' স্লোগানে ওয়াহেদুজ্জামান সোহাগের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায় প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবেশ ক্লাব বাংলাদেশ সাতক্ষীরার মেন্টর,সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহা. আল মুস্তানছির বিল্যাহ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যাবসায়ী উপদেষ্টা পরিবেশ ক্লাব বাংলাদেশ, সাতক্ষীরা শাখা রুহুল আমিন ময়না, পরিবেশ ক্লাব বাংলাদেশ খুলনা বিভাগের মুখপত্র খান আবু হাসান, সুজন বিশ্বাস ( সহ - সভসপতি), কবি তারিক ইসলাম ( প্র‍চার ও প্র‍কাশনা সম্পাদক ) ও পরিবেশব ক্লাব বাংলাদেশ সাতক্ষীরা শাখা এর সম্মানিত পরিবেশ বন্ধুগণ।

পরে পরিবেশ সচেতনতায় শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করে।

 

এমএসি/আরএইচ