সাতক্ষীরায় সাংবাদিক জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন

রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০১


এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলায় আটক সাংবাদিক শেখ জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। আটক জহুরুল হক দৈনিক ভোরের পাতার প্রতিনিধি ও পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি।

রবিবার (২০ ফেব্রুয়ারী) সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সিনিয়র সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, এটিএন বাংলার এম কামরুজ্জামান, আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, বাংলাদেশ প্রতিদিনের মো. মনিরুল ইসলাম মনি, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সদস্য সেলিম রেজা মুকুল, হাফিজুর রহমান মাসুম, মহিদার রহমান, মো. আকরামুল ইসলাম, ইন্দ্রজিৎ কুমার সাহা।

মানববন্ধনে বক্তরা ডিজিটাল নিরাপত্তা আইনের ৫২ ধারা বাতিলের দাবি জানিয়ে বলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হককে থানায় ডেকে এনে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় নয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এ ধরনের মিথ্যা হয়রানিরমূলক মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে মানববন্ধনে বক্তারা।

উল্লেখ্য, তালা সর্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বদলীর পর পাটকেলঘাটায় মিষ্টি বিতরণ করেন এলাকার লোকজন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শেখ জহুরুল হককে আটক করে কারাগারে পাঠানো হয়।

এমএসি/আরএইচ