সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভির 

রবিবার ৮ মে ২০২২ ১৩:২১


মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুুর -কুয়াকাটা ::
সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায় হাজারো পর্যটকের মিলন মেলা বসেছে। সাগরকন্যায় উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে আকর্ষণীয় পর্যটন অঞ্চল কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হচ্ছে লাখো মানুষ।

রবিবার   কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হাজারো পর্যটকের পদচারণায় মুখর সৈকত। ছবিতোলা, বালিয়াড়িতে হৈ-হুল্লোড়, আড্ডা, পরিবার নিয়ে সৈকত উপভোগে ব্যস্ত পর্যটকরা।

পর্যটকদের অতিরিক্ত আগমনের ফলে  পর্যটন ব্যবসায়ীদের মুখে লাভবানের হাসি ফুটছে। ঈদের ষষ্ঠ  দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে আনুমানি ১০ হাজারেরও বেশি পর্যটকের আগমন ঘটেছে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়,ঈদের ষষ্ঠ দিনেও তাদের বেচাবিক্রি অবস্থা অনেক ভালো। অনেক ব্যস্ততায় কাটাতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি জমজমাট দেখা যায় রাখাই মহিলা মার্কেট, শুটকি মার্কেট, বার্মিজ আচার মার্কেটসহ ঝিনুক মার্কেট। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোতে চলছে মিলন মেলা। সমুদ্র পথের আনন্দ ভ্রমণ পর্যটকদের ভ্রমণের নতুন মাত্রা যুক্ত করেছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের বলেন পর্যটকদের সেবায় সর্বদা তৎপর রয়েছে থানা পুলিশ। এবং ঈদ পরবর্তী সময়েও বীচ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। 

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে পোশাক ও সাদা পোশাকে ছয়টি টিম সার্বক্ষণিক কাজ করছে। তাদের সঙ্গে সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের একটি টিম।

এমএসি/আরএইচ