শ্রীমঙ্গল চা-বাগান থেকে উদ্ধার হওয়া গ্রীণ পিট ভাইপার সাপটি লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে অবমুক্ত 

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৮


:: ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি ::
 
শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের সহকারী বাংলো থেকে উদ্ধার হওয়া বিষধর গ্রীণ পিট ভাইপার সাপটি লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। .সাপটির পুরো শরীর গাঢ় সবুজ রঙের আবরণ।
 
সোমববার ২৭ সেপ্টেম্বর দুপুরে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানের ফুল গাছে থেকে গ্রীণ  পিট ভাইপার সাপটি বাগানের মালী কাজ করার সময় সাপটি দেখতে পায়।
 
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন  পরিচালক স্বপ্ন দেব সজল বলেন, আমরা খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে  আসি।.
 
সাপটি লম্বায় তিন ফুট। পুরো শরীর গাঢ় সবুজ রঙের আবরণ । তবে লেজের একদম নিচ দিকে- ছয় ইঞ্চির মতো লালা রঙের। দেখতে খুবই সুন্দর। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্ করেছি।.
 
উদ্ধার করে আনার পর দেখা যায়  সাপটি নড়াচড়া করতে পারছিল  না। পরে সাপটি বমি করার পর দেখা যায়, সাপটি একটি কাঠ বিড়ালী খেয়েছিলো। বর্তমানে সাপটি সুস্থ  থাকার কারনে মঙ্গলবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।  .
 
এ সময় উপস্থিত ছিলেন এফজি সুব্রত সরকার, তাহজুল ইসলামও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
 
 

এমএসি/আরএইচ