শ্রীমঙ্গলে এবার ১৬৬ টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা : চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রবিবার ১০ অক্টোবর ২০২১ ১৬:০৯


:: ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি ::
 
শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৬৬টি মন্দিরে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা এবার দাগ কেটেছে পূজা ভক্তদের মনে। তবুও থেমে নেই ভক্তদের প্রস্তুতি ।
 
পূজোর আনন্দকে ভাগাভাগি করে নিতে চলছে সাধ্যমত কেনাকাটা ও আয়োজন। শহরের বিপনী বিতানগুলোতে নানা বয়সের সনাতন ধর্মালম্বীরা নতুন কাপড় কেনাকাটায় ব্যস্ত হয়েছেন। 
 
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায় ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী বলেন, আগামী ১১ অক্টোবর সোমবার দেবীর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজা শুরু হবে এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর পূজা শেষ হবে।
 
এবছর শ্রীমঙ্গল উপজেলায়  সার্বজনীনও  ব্যক্তিগত পূজা মিলিয়ে মোট ১৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজার বিষয় নিয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে সভা করেছি। যেহেতু করোনা ভাইরাসের প্রভাব এখনো রয়েছে, তাই প্রতিটি পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
 
প্রতি বছরের মতো এবারও  মহা অষ্টমীতে  শ্রীমঙ্গল রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
 
এ ছাড়া উপজেলার শাপলাবাগ, সবুজবাগ যুব সংঘ , লালবাগ ও, রুপশপুর পূজা মন্ডপের নান্দনিকতার কারুকার্য দেখতে দর্শনাথীদের প্রচুর  ভীড় হয়ে থাকে। এবারও এর ব্যাতিক্রম হবে না।
 

এমএসি/আরএইচ