শ্রীমঙ্গলে উপজেলার ভাইস চেয়ারম্যান পদে লিটন নির্বাচিত

বুধবার ২৭ জুলাই ২০২২ ২২:৫০


:: তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের শূন্য পদে ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন আজ (২৭ জুলাই) বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৮০টি কেন্দ্রে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।
উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী- হাজী মোঃ লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে ১২৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী কেসব বারই ১২১৩৮ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী পরিমল দাশ (বাল্ব মার্কা) নিয়ে। তিনি পেয়েছেন ৭২৫৩ ভোট। নির্বাচনে ৩৩০ ভোট বেশি পেয়ে হাজী মোঃ লিটন'কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। উপজেলার শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২৪৩৯টি। সকাল হতে বিকেল পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৮টি।
এছাড়া চা বাগান অধ্যুষিত এলাকায়ও অন্যান্য সময়ের চেয়ে ভোটার উপস্থিতি অনেক কম। যা অন্য সকল নির্বাচনে বাগান এলাকার ভোটারদের শতভাগের মধ্যে ৮০ থেকে ৯০ ভাগ ভোটার উপস্থিতি থাকে। শহর এলাকার ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। যা বিগত সকল নির্বাচনে এমন দৃশ্য কখনো দেখা যায়নি।

এমএসি/আরএইচ