শৈত্য প্রবাহের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সোমবার ৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৪


:: তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
 
দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেমনি মৌলভীবাজারে ও বয়ে চলছে শৈত্য প্রবাহ,কাবু হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পর কমেছে তাপমাত্রাও। ফলে সারাদেশে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল  ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
 
হিমেল হাওয়ার কনকনে ঠান্ডার কারণে বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন শীতার্ত মানুষ। শীতের কারণে সবচেয়ে বেশি অসুবিধা ভুগছেন বস্তিবাসী, চা বাগান, বোরো চাষি, হাওর পাড়ের ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
 
শীতজনিত রোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের ঠান্ড  জনিত রোগে নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।
 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ বহিছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ ধরনের থাকতে পারে।
 

এমএসি/আরএইচ