লালমনিরহাটে লিজকৃত জমি কৃষকদের কাছ থেকে দখল নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৪


লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে "দুনিয়ার মজদুর এক হও এক হও" প্রতিপাদ্যকে সামনে রেখে "জমি বাঁচাও, মানুষ বাঁচাও" স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন বিমান বাহিনী লালমনিরহাট ইউনিটের অধিনস্ত ১০৪ একর তিন ফসলী লিজকৃত জমি উন্নয়নের নাম করে কৃষকদের কাছ থেকে জোর করে দখল নেওয়ার পায়তারার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্ত্বরে ১০৪ একর জমির কৃষকবৃন্দ লালমনিরহাটের আয়োজনে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক রেজাউল করিম খন্দকার-এঁর সভাপতিত্বে ২শতাধিক কৃষক পরিবার এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। পরে কৃষক বাঁচাও জমি বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

এমএসি/আরএইচ