লালমনিরহাটে ধরলা নদীতে নৌকাবাইচ

বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৩


:: মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি ::
 
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ ও লালন করে ১৩টি (তিস্তা, ধরলা, সতী, স্বর্ণামতি, ভ্যাটেশ্বরী, রত্নাই, সানিয়াজান, সাঁকোয়া, মালদহ, ত্রিমোহিনী, গিরিধারী, ছিনাকাটা, ধলাই) নদ-নদী বেষ্টিত জেলা লালমনিরহাটে হয়েছে নৌকাবাইচ। এই নৌকাবাইচ দেখতে ভিড় জমেছিল হাজার হাজার সাধারণ মানুষের। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নেয়।
 
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাশুরীয়া এলাকায় ধরলা নদীর পাড়ে নৌকাবাইচের আয়োজন করেছিল স্থানীয় নৌকাবাইচ কমিটি।
 
লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নৌকার দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় নৌকাবাইচ।
 
শুধু এলাকাবাসী নয়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিল বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
 
নানা ধরনের খেলায় নিজেদের ডুবিয়ে রাখলেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে এসেছিল নতুন প্রজন্মের তরুণরাও।
 
হাসান আলী বলেন, আমি ধরলা নদীর পাড়ের চরের সাধারণ মানুষ। নদী ভাঙ্গনের কারণে আমরা সব সময় কষ্টের মধ্য দিয়ে বসবাস করি। প্রতিবছর এ নৌকাবাইচের মাধ্যমে আমরা অতীতের সব দুঃখ-কষ্ট সব ভুলে যাই।
 
নৌকাবাইচসহ প্রতিবছর হারানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করা হলে তা আনন্দ জোগাবে নদ-নদীপাড়ের সাধারণ মানুষের মনে এমনটাই চাওয়া সবার।
 

এমএসি/আরএইচ