লালমনিরহাটে কোভিড-১৯ পরবর্তী শিক্ষার্থীদের বিদ্যালয়ে শুভাগমণে আগামী দিনগুলোতে তোমাদের স্বাগতম

রবিবার ১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৫


:: মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি ::
 
 
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে কোভিড-১৯ পরবর্তী শিক্ষার্থীদের বিদ্যালয়ে শুভাগমণে আগামী দিনগুলোতে তোমাদের স্বাগতম জানানো হয়।
 
ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটটি রঙ্গিন বেলুন ও ব্যানার দিয়ে সাজানো হয়। একে একে পঞ্চম শ্রেণিসহ তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীরা মাস্ক পড়ে ভিতরে ঢুকলে তাদের প্রত্যেককে ফুল ছিটিয়ে বরণ করা হয়। সেই সাথে ইনফয়েট থার্মমিটার দিয়ে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এরপর প্রত্যেক শিক্ষার্থীর হাত ধোয়া নিশ্চিত করে শ্রেণি কক্ষে প্রবেশ করানো হয়। প্রত্যেক ব্রেঞ্চে একজন করে জেট প্ল্যাণে বসানো হয়। এরপরই স্ব স্ব শিক্ষকগণ ক্লাস গ্রহণ করেন।
 
এসব কার্য পরিচালনা করেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, সহকারি শিক্ষকা হালিমা পারভীন, হোসনে আরা বিউটি, আর্জিনা খাতুন, মাহবুবা রায়হানা, আরিফা জান্নাত, হোসনে আরা স্মৃতি, শায়লা শারমীন।
 
এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আলী টেক্কা, ঠাকুর দাসসহ কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে কোভিড-১৯ পরবর্তী শিক্ষার্থীদের বিদ্যালয় শুভাগমণ সরেজমিনে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। এ সময় খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞা উপস্থিত ছিলেন।
 

এমএসি/আরএইচ