লালমনিরহাটে ইটভাটায় দেড়শত বিঘা জমির ধান নষ্ট

শনিবার ১৬ এপ্রিল ২০২২ ১৩:০৭


মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট ::
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোর গ্রামে ইটভাটার গ্যাসের তাপে প্রায় দেড়শত বিঘার জমির ধান পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, লালমনিরহাটের পূর্ব দৈলজোর ওয়ান স্টার ব্রীকস নামের একটি ইটভাটার গ্যাসের মাধ্যমে প্রায় দেড়শত বিঘার জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। ইটভাটার মালিক এন্তাজুর রহমান এসব জমির মালিককে ধানের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েও না দেয়ার কারণে বিক্ষোভে ফেটে পড়েছে ওই এলাকার কৃষকেরা।

পূর্ব দৈলজোর গ্রামের মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি ফসলি জমি চাষ করে আমার পরিবারের জীবিকা নিশ্চিত করি। ভাটার গ্যাসের কারণে বহু জমির ধান নষ্ট হয়ে গেছে। যে গ্যাসটি সাত দিনে ছাড়ার কথা সেই গ্যাস এরা একদিনেই ছাড়ার কারণে সব জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর বিচার চাই।

একই গ্রামের মোহাম্মদ মিয়া বলেন, আমার সাত দোন জমি আছে সব ভাটার গ্যাস ছাড়ার কারণে পুড়ে ছাই হয়েছে। আমরা ভাটার মালিক এন্তা ও হাব্বুরের বিচার চাই।

এমএসি/আরএইচ