লালমনিরহাটে অর্ধদিবস হরতাল পালিত

সোমবার ২৮ মার্চ ২০২২ ১৩:০১


লালমনিরহাট প্রতিনিধি ::
দুনিয়ার মজদুর এক হও দাম কমাও জান বাঁচাও শ্লোগান নিয়ে ভোজ্যতেল-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহবানে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা-দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এ অর্ধদিবস হরতাল পালিত হয়।

লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. মোঃ ময়েজুল ইসলাম ময়েজ প্রমুখ। 

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রঞ্জিত কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অর্ধদিবস হরতালে ভোজ্যতেল-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম কমানোর দাবি জানান।

এমএসি/আরএইচ