লালমনিরহাটে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শুভ উদ্বোধন

রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ১৪:৩৯


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপায় অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির সুবিধাভোগী নারী ও পুরুষদের মাধ্যমে সড়কে মাটি কাটা কাজের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মোগলহাট ইউনিয়নে এ কর্মসূচির শুভ উদ্বোধন কালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সচিব আফসার আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচীতে উপজেলার ৯টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। অল্পদিনের মধ্যেই সকল ইউনিয়নে এ কর্মসূচি চালু হবে।

এমএসি/আরএইচ