রাবিতে ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

শনিবার ২ অক্টোবর ২০২১ ১২:২২


:: রিপন চন্দ্র রায়, রাবি প্রতিনিধি ::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের পরীক্ষা। শনিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হয় এ পরীক্ষা। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয় দিনে রাবি কেন্দ্রে ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন ছয় হাজার ৩৭১ জন পরীক্ষার্থী।

এবারেই প্রথম ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এ ভর্তি যুদ্ধ। গ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র চ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

 

 

এমএসি/আরএইচ