রাউজান পৌর মেয়রের সাথে নেদারল্যান্ডের প্রতিনিধি দলের মতবিনিময়

রবিবার ৩ এপ্রিল ২০২২ ১৪:৫৬


রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ::
রাউজান পৌরসভা মিলানায়তনে নেদারল্যান্ডের প্রতিনিধি দলের সাথে মেয়র জমির উদ্দিন পারভেজসহ সুশীল সমাজের মতবিনিময় অনুষ্টিত হয়েছে । গতকাল শনিবার (২এপ্রিল) রাউজান পৌর মেয়রের সাথে পৌর কার্যালয়ে বৈঠকে নেদারল্যান্ডের প্রতিনিধি দলের পক্ষে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

নেদারল্যন্ড দূতাবাসের পানি ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ফাস্ট সেক্রেটারী ফোলকার ডি জাগার, প্রফেসর ক্রিস জিবেনবার্গেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এম এ সামি ডাব্লু চৌধুরী, প্রকৌশলী রোমেন উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, আজাদ হোসেন, শওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীলিপ চৌধুরী,জান্নাতুল ফেরদৌস ডলি, জেবু ন্নেছা, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান,আ.লীগ নেতা মুছা আলম খান চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

এমএসি/আরএইচ