রাউজানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

শনিবার ২৩ এপ্রিল ২০২২ ১৬:১৯


রাউজান প্রতিনিধি ::
রাউজানে ২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রলি)সকালে রাউজান উপজেলা চত্বরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬শত জন কৃষকরা বীজ সার গ্রহণ করেন।এতে ৬শত জন কৃষককে আউশ ধানের ৩ হাজার কেজি বীজ ও১৮ হাজার কেজি রাসায়নিক সার দেয়া হয়েছে।উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীলর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্যাহ আল হারুন।বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন প্রমুখ।

এমএসি/আরএইচ