ময়না তদন্ত ছাড়াই শ্রমিকের লাশ দাফন

রবিবার ৩ অক্টোবর ২০২১ ১৭:৩৮


রইসুল ইমন, পটুয়াখালী 
 
ময়না তদন্ত ছাড়াই সড়ক দূর্ঘটনায় নিহত এক শ্রমিকের লাশ দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নে ওই ঘটনা ঘটেছে। নিহত সাইদুল (২১) খেজুরবাড়িয়া গ্রামের আবুল বসার মৃধার ছেলে।
 
জানা গেছে,গত শুক্রবার বিকালে জুলহাস (২৩) হোসেন মোল্লা (২১) ও সাইদুল (২০) তিন বন্ধু মিলে আবুবকর নামে এক হোন্ডা চালকের ভাড়া মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বিকাল ৫টার দিকে কালিশুরী থেকে ফেরার পথে বাজারের দক্ষিন পার্শ্বে বিজ্রের ঢালে নিয়ন্ত্রন হারায় মটরসাইকেলটি। আহত অবস্থায় সাইদুলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার মধ্যরাতে চিকিৎস্যাধীন অবস্থায় সাইদুল মারা যায়।
 
এলাকাবাসী জানায়, গাড়ীর চালক ছিলো আমীর হাওলাদারের পুত্র জুলহাস। জুলহাস ও আবদুল আলী হাওলাদারের ছেলে হোসেন মোল্লা সম্পুর্ণ অক্ষত থাকলেও কিভাবে সাইদুল যখম হলো সেটা বুঝে আসছেনা! নিহত সাইদুলের পিতা আবুল বসার মৃধা জানান, আমার ছেলে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। বাড়ীতে আসার পরে তিন বন্ধু একসাথে বেড়াতে গেলে ওই ঘটনা ঘটে। গতকাল (রবিবার) সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবুল বসার বলেন,  ‘ঘটনার পর পরই বাউফল থানার দারোগা মামুন স্যার আইছিলো; আমাদের কোন অভিযোগ নাই।’
 
এসআই মামুন জানান, এ ঘটনার কিছুই আমি জানিনা। 
 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, তারা নিজেরাই এক্সিডেন্ট হয়েছে, অন্য কারো হাত ছিলনা। অভিযোগ না থাকায় পোস্টমর্টেম করা হয়নি। 
 

এমএসি/আরএইচ