মৌলভীবাজারে বিপদসীমার উপরে মনু নদের পানি

মঙ্গলবার ২১ জুন ২০২২ ১৭:০৬


মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬ টায় শহরের চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী- মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার। সন্ধ্যায় ছয়টায় পানি প্রবাহিত হয় ১১ দশমিক ৩৪ মিটার। অর্থাৎ এই পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। ধলাইর নদীর পানি বিপৎসীমা ১৯ দশমিক ৩৫। সন্ধ্যায় ছয়টায় এই পয়েন্টে পানি প্রবাহিত হয় ১৮ দশমিক ৫৬ সেন্টিমিটার লেভেলে। অর্থাৎ ৭৯ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কুশিয়ারা নদী শেরপুর ব্রিজে ৮.৩৩ প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ২২ সে.মি নিচে রয়েছে। গত ১ দিনে বৃষ্টিপাত হয়েছে ২৫ মিমি। নদীর অবস্থা দেখতে শহরের মনু নদীর ব্রিজ ও আশপাশের এলাকায় উৎসোক জনতা ভিড় জমিয়েছেন। নদীর তীর রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

এমএসি/আরএইচ