মেজর-আইজিপির ভাই পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক-২

সোমবার ২১ মার্চ ২০২২ ২০:৪১


:: ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম প্রতিনিধি ::

র‌্যাবের মেজর ও পুলিশ প্রধানের (আইজিপি) ভাই পরিচয়ধারী দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। রোববার (২০ মার্চ) রাতে খুলশী থানার নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মো. মিনহাজ (৩৮) ও মো. আবু বশর (৫৫), তাদের একজনের বাড়ি হালিশহরে এবং অন্যজন বোয়ালখালীর বাসিন্দা বলে জানা যায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ১৬ মার্চ গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, র‌্যাবের কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয় ব্যবহার করে হুমকি দিয়ে প্রতারণা করে আসছে। যার ফলে জনসাধারণের মনে র‌্যাব ও পুলিশ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে গত রাতে নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করি।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা নিজেদেরকে কখনো র‌্যাবের মেজর ও কখনও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসাধুভাবে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো।

 

 

এমএসি/আরএইচ