মেঘনায় মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার ১৮ এপ্রিল ২০২২ ১২:৪৯


মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় বঙ্গবন্ধু  সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে  উপজেলা পর্যায়ে (১৮ এপ্রিল) এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এতে ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, একাদশ ও  দ্বাদশ ৩টি বিভাগের মোট ৪টি বিষয়ে (ভাষা ও সাহিত্য,  বিজ্ঞান,  গণিত ও কম্পিউটার,  বাংলাদেশ স্টাডিজ)  উপজেলা ২টি কলেজ ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরমধ্যে বিভিন্ন দিক যাচাই বাচাই করে ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ  সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব মিলন সরকার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব দিলারা শিরিন। 

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাবেয়া আক্তার। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার মাধ্যমিক শিক্ষক মোঃ মোফাজ্জল হক, এটিএম, মফিজুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম,  আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক,  উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা আক্তার, সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবুল কালাম ভূইয়া, সহকারী শিক্ষক  মোঃ ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন মাহিন,  নাজমুল হোসেন,  সাইফুল ইসলাম, রাবেয়া আক্তার,  খাদিজা আক্তার, সাদেক মুন্সী  প্রমুখ। 

এমএসি/আরএইচ