মাদারীপুরে প্রতিবন্ধী এক যুবতিকে ধর্ষণের অভিযোগ

সোমবার ৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:০২


:: মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধি ::
 
 
মাদারীপুরের  সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতিকে (২৪) পাউরুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 
 
এ ঘটনায় যুবতির মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। থানায় অভিযোগ করায় প্রানণাশের হুমকি দিচ্ছে একটি মহল। রোববার দুপুরে এমন অভিযোগ করেন ভূক্তভোগি ওই পরিবার।
 
মামলার বিবরন ও পরিবার সূত্রে জানা গেছে, জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধীকে শুক্রবার সকাল ১০ টার দিকে প্রতিবেশী বজলু হাওলাদার (৪৮) পাউরুটি খাওয়াবে বলে মেয়েটিকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ময়েটি বাড়িতে ফিরে এসে পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। সবকিছু শোনার পরে ওই দিন দুপুরেই মেয়েটির মা সদর মডেল থানায় মামলা করেন।
 
মামলার বাদী প্রতিবন্ধীর মা বলেন, আমার মেয়ে প্রতিবন্ধী হওয়ায় ওর প্রতিবন্ধী কার্ডও রয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে আমার মেয়েকে বাড়ির পাশের পুকুর থেকে কলসিতে করে পানি আনতে পাঠাই। পুকুর পাড়ে গেলে প্রতিবেশী বজলু হাওলাদার পাউরুটি খাওয়াবে বলে মেয়েটিকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর মেয়ে বাড়িতে ফিরে এসে পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। সবকিছু শোনার পরে ওই দিন আমরা সদর মডেল থানায় মামলা করি।
 
নির্যাতনের শিকার মেয়ের ভাই বলেন, ‘আমার বোনের নির্যাতনের বিষয় থানায় জানাইছি দেখে অনেকে আমাদের হুমকি দিচ্ছে। মামলা তুলে ফেলতে ভয়-ভীতি দেখাচ্ছে। মামলা না উঠালে আমাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে।’
 
এ ব্যাপারে বজলু হাওলাদারের বাড়িতে গিয়ে পাওয়া তাকে যায়নি। তাঁর স্ত্রী লিলি বেগম ঘটনা মিথ্যা বলে দাবি করেন। তবে তাঁর স্বামী কোথায় গেছেন, তা তিনি জানেন না বলেও জানান।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই থোয়াই ছামং চাক নয়ন বলেন, প্রতিবন্ধী ওই মেয়ের মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে ওই দিনই আমরা মামলা নিয়ে নেই। ঘটনার পর খেকে আসামী গা ঢাকা দিয়েছে। আসামীকে গ্রেফতার করতে কয়েবার এলাকায় গিয়েছি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

এমএসি/আরএইচ